চট্টগ্রাম নগরের কেসিদে রোড ও হাজারী গলির বিভিন্ন ফার্মেসিতে নকল, অননুমোদিত হ্যান্ড স্যানিটাইজার, নকল পিপিই, হেক্সিসল, ফিজিশিয়ান স্যাম্পল, অননুমোদিত ওষুধ, লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ওষুধ সংরক্ষণ না করার দায়ে ৯টি পাইকারি ও খুঁচরা ফার্মেসিকে এক লাখ ২৫ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান অভিযান পরিচালন করেন। অভিযানে বিপুল পরিমাণ ওষুধও জব্দ করা হয়।
এছাড়াও বাজার মনিটরিং এর আওতায় নগরীর খাতুনগঞ্জ এলাকার আল্লাহ দান মশলা স্টোরকে মূল্য তালিকা না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা, সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, ‘৯টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন