করোনাভাইরাস প্রাদুর্ভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে না চট্টগ্রাম নগরীর ১১ অভিজাত শপিং সেন্টার। শুক্রবার নগরীর বিভিন্ন শপিং সেন্টার দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, শুক্রবার বিকেলে নগরীর মিমি সুপার মার্কেট পার্কিং প্রাঙ্গনে চট্টগ্রামের ১১টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী নেতারা বৈঠকে বসেন। বৈঠকে আগামী ৩১ মে পর্যন্ত ১১টি শপিং সেন্টার না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা।
এ মার্কেটগুলোর অন্যতম হচ্ছে সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজ, খুলশী কনকর্ড টাউন সেন্টার। শনিবার বিতান বা নিউ মার্কেট, আখতাররুামান সেন্টার, ইউনেস্কো সিটি সেন্টার, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট ও লাকি প্লাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি সালেহ আহমদ সোলেমান বলেন, করোনা পরিস্থিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা মেনে ঈদ বাজার মেনে চলা অসম্ভব। তাই সার্বিক চিন্তা করে মার্কেট না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন