চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মুরাদনগর এলাকায় এক পাওনাদার টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন। তার নাম দিদারুল আলম প্রকাশ রিদোয়ান (৪৯)। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিদোয়ান হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছুরিকাঘাতে খুনের দায়ে মোহাম্মদ মিন্টুকে আটক করা হয়েছে। শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে মিন্টু।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় রিদোয়ানকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, নিহত রিদোয়ান একই এলাকার মিন্টুর কাছ থেকে আড়াই হাজার টাকা পাওনা ছিলেন। সেই টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রিদোয়ানকে ছুরিকাঘাত করে মিন্টু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মিন্টুকে আটক করে।
এদিকে, শনিবার মিন্টু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে জানিয়ে বায়োজিদ থানার ওসি (তদন্ত) বলেন, আসামিকে আটকের পর ১৬৪ ধারায় জবানবন্দীতে সে ঘটনার সত্যতা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত