সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় শতভাগ বেতনের দাবিতে একটি সুতা কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। রবিবার সকাল থেকে কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
পরে সীতাকুণ্ড থানা পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে বিক্ষোভ থেকে সরে আসেন শ্রমিকরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ওই কারখানায় কর্মরত শ্রমিকদের এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন দেওয়া হবে- এমন খবরে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে মালিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের দাবি অনুযায়ী এপ্রিল মাসের শতভাগ বেতন দেওয়ায় সিদ্ধান্ত হয়েছে। এতে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে কাজে যোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের