কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তের নিচের থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শনিবার রাত সাড়ে দশটার সময় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রির্পোটে মৃতব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জোবাইর সৈয়দ ।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে দশটার সময় উপজেলায় শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সেতুর নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ পরনে চেক লুঙ্গি এবং হাতওয়ালা সাদা গেঞ্জি পরিহিত আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের