দেলোয়ার হোসেন সাঈদীর পুত্রের সাথে বৈঠক করা বিতর্কিত রকি বড়ুয়াকে গ্রেফতার করেছে র্যাব-৭। রকি বড়ুয়াকে গ্রেফতারের ঘটনায় নিজ গ্রাম চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বায় আনন্দ মিছিল হয়েছে।
মঙ্গলবার ভোররাতে নগরের পাঁচলাইশের মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে চার সহযোগীসহ রকি বড়ুয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে বিদেশি পিস্তল, বিদেশ মদসহ প্রতারণার নানা সামগ্রী-নথিপত্র জব্দ করা হয়।
এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে লোহাগাড়ার চরম্বা নয়াবাজার থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি চরম্বার বিভিন্ন সড়ক ঘুরে আবারও নয়াবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, সহ-সভাপতি জামাল উদ্দিন কোম্পানী ও হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রকি বড়ুয়া একজন ভণ্ড, প্রতারক, সন্ত্রাসী, চাঁদাবাজ। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন