চট্টগ্রামের পটিয়া উপজেলার থানার মোড় এলাকায় ইফতারের আগ মুহূর্তে কয়েকজন মিলে প্রস্তুতি নিচ্ছিল ইফতারের। কিন্তু তাদের প্রস্তুতির মধ্যে ছিল একটি বাঙ্গি। এমন সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে রান্না করা ইফতার কর্মসূচির মাধ্যমে তাদের ইফতারি খাবার দেওয়া হয়।
এভাবে পটিয়া উপজেলার বিভিন্ন মোড় ও জংশনে ভাসমান মানুষ, হকার ও ভবঘুরেদের মাঝে বিতরণ করা হচ্ছে রান্না করা ইফতার।
তাছাড়া এ উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫০টি পরিাবার এবং এমিতখানায় ইফতারের আগে পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা ইফাতার। ইফতারির মধ্যে আছে চনা, জিলাপি, পিয়াজু, বেগুনি, মুড়ি ও খেজুর। পটিয়ার ১৭টি ইউনিয়ন, পৌরসভা এবং ইউনিয়নের এতিমখানাগুলোতে এক হাজার প্যাকেট ইফতারি বিতরণ করা হবে।
মঙ্গলবার পর্যন্ত ছয়টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এ কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন ১৮ জন কর্মী।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘একদিন ইফতারের আগ মুহূর্তে দেখি রাস্তার মোড়ে কয়েকজন মানুষ বসে ইফতারের অপেক্ষায় আছেন। তারা কেন বসে আছেন জিজ্ঞেস করলে বলেন, ইফতার করবেন। কিন্তু ইফতারি খাবারের মধ্যে আছে কেবল একটি বাঙ্গি। তখন থেকে সড়কের ভাসমান হকার, অসহায়-দরিদ্র ও ভবঘুরেদের জন্য রান্না করা ইফতারি বিতরণে পরিকল্পনা গ্রহণ করি। একই সঙ্গে উপজেলার এতিমখানা এবং অসহায় মানুষদেরও দেওয়া হচ্ছে রান্না করা ইফতারির প্যাকেট। প্রাথমিক পর্যায়ে এক হাজার প্যাকেট বিতরণ করা হবে। তবে আমাদের পরিকল্পনা আছে কর্মসূচিটি নিয়মিত রাখার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন