খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে দুর্বৃত্তের গুলিতে ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী মোর্শেদা বেগম নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। রোববার দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে বিক্ষোভ করা হয়।
পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তারা ইউপিডিএফ ও জেএসএস-এর সশস্ত্র গ্রুপকে দায়ী করে অবিলম্বে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারি দেন তারা।
গত শুক্রবার দিবাগত রাতে দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তার স্ত্রী মোর্শেদা বেগম নিহত হয়। এছাড়া ছেলে মো. আহাদ আহত হয়। সোনামিয়া টিলার ৮১২ পরিবারের ভূমি অধিকার নিয়ে আন্দোলন করে আসছে সংগঠনটি।
বিডি প্রতিদিন/এমআই