খাগড়াছড়ি পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে চলতি অর্থ-বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম।
চলতি অর্থবছরে খাগড়াছড়ি পৌরসভার বাজেটে রাজস্ব, উন্নয়ন ও মূলধন খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৮১ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ২৫২ টাকা এবং সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা।
এ ছাড়া সমাপনী স্থিতি ধরা হয়েছে ৫ কোটি ২৬ লাখ ২৯ হাজার ২৫২ টাকা। বাজেটে করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় বাড়ানো হয়েছে।
এ বাজেটকে নির্বাচনী বছরের সম্ভাব্য বাজেট দাবি করে পৌর মেয়র রফিকুল আলম বলেন, পৌর এলাকার উন্নয়ন ও পরিচালনায় ১৭টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা উত্তরণে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া চলতি অর্থবছরেও বিগত সময়ের মতো পর্যটকবান্ধব, যানজটমুক্ত ও আধুনিকায়ন পৌরসভা গড়ার লক্ষে প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই