জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা রেলওয়ে শ্রমিক লীগের লোকোশেড চট্টগ্রাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
রবিবার পাহাড়তলীতে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রতিটি শাখার উদ্যোগে করোনাভাইরাস হতে সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে হবে।
লোকোশেড শাখার সভাপতির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক খায়রুজ্জামান লিটন। এসময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ পাহাড়তলী অঞ্চলের বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সম্পাদক মন্ডলী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন