বৈরী আবহাওয়ার কবলে পড়ে সাগরে ডুবে যাওয়া গম বোঝাই জাহাজের নাবিকদের খোঁজ মিলেছে। শনিবার সকাল আটটার দিকে হাতিয়ার ভাসানচর এলাকায় দুর্ঘটনায় পড়ার পর রবিবার বেলা ১১টার দিকে একটি ফিশিং ট্রলার জাহাজের ১৪জন নাবিককে উদ্ধার করে বলে জানা গেছে।
বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. নবী আলম বলেন, নিখোঁজ নাবিকদের উদ্ধারে আমরা কাছাকাছি থাকা একটি ফিশিং ট্রলারকে অনুরোধ জানাই। ট্রলারটি নাবিকদের উদ্ধার করে হাতিয়ার সূর্যমুখী খালের কিনারে নামিয়ে দেয়। ফলে নাবিকদের মোটামুটি সুস্থ অবস্থায় উদ্ধার করা গেছে। তবে জাহাজটির বাবুর্চি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন উদ্ধারকাজে সহায়তা দানকারি ওই ফিশিং ট্রলারের চালক সোহেল।
উল্লেখ্য, শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে বৈরি আবহাওয়ার মুখে সাগরে ডুবে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন