চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের ৪১ ওয়ার্ডের সবিচসহ বিভিন্ন পদের একযোগে ৪৮ জনকে বদলি করা হয়েছে। সোমবার দুপুরে চসিকের সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশের (স্মারক নং ৭৭৪) মাধ্যমে এ রদবদল করা হয়। আগামী ২০ আগস্টের মধ্যে বদলিকৃতদের নতুন কর্মস্থলে অবশ্যই যোগ দিতে বলা হয়েছে। বদলি করা পদের মধ্যে আছে, ওয়ার্ড সচিব, সংরক্ষিত কাউন্সিলর সচিব, বেঞ্চ সহকারি, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও জন্মনিবন্ধন সহকারি মিলে মোট ৪৮ জন।
এর আগে গত ১২ আগস্ট একদিনেই পৃথক দুই অফিস আদেশে চসিকের রাজস্ব বিভাগের ২৪ জন কর্মকর্তা-কর্মচারি এবং ভূ-সম্পত্তি শাখার ১৫ কর্মকর্তা-কর্মচারিকে একযোগে বদলি করা হয়েছিল। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন দায়িত্ব গ্রহণ করেন গত ৬ আগস্ট। দায়িত্ব গ্রহণের সাতদিনের মাথায় দুই বিভাগের ৪২ জন এবং ১২ দিনের মাথায় ৪৮ জনকে রদবদল করেন। তবে চসিক বলছে, প্রশাসনিক কাজে গতিশীলতা আনার স্বার্থে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্ব পুনঃবণ্টন করা হয়েছে।
অভিযোগ আছে, চসিকের রাজস্ব, প্রকৌশল, ভূ-সম্পত্তি, পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারি দীর্ঘদিন ধরেই একই পদে বহাল রয়েছেন। ফলে এসব পদে থেকে অনেকেই নানাভাবে অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ আছে। বর্তমান প্রশাসক দায়িত্ব গ্রহণ করে এমন অনেক কর্মকর্তা-কর্মচারিকে রদবদল করছেন। তদুপরি, এক পদে দীর্ঘদিন ধরে থাকার সুযোগে কাজে অমনযোগী ও অবহেলার করার অভিযোগও আছে কারো কারো বিরুদ্ধে। তাছাড়া রাজস্ব বিভাগ যথা সময়ে কর আদায় না করায় চসিক রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বলে জানা যায়।
চসিকের সচিব আবু সাহেদ চৌধুরী বলেন, ‘৪১ ওয়ার্ডের সচিব এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের সচিবসহ আরো কিছু বিভাগের মিলে ৪৮ জনকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে তাদের বদলিকৃত স্থান ও পদে যোগ দিতে বলা হয়েছে। দাপ্তরিক কাজে গতিশীলতা এবং বিভিন্ন কাজে গতি বাড়াতে প্রশাসক মহোদয়ের অনুমোদনে এই রদবদল করা হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।’
বিডি প্রতিদিন/এ মজুমদার