চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম মো. শাহীন মিয়া।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে নগরীর কোতোয়ালী থানাধীন নুর আহমদ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহীন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর