চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা শাহেদা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। শাহেদা বেগমের স্বামী মোটরসাইকেল চালক টিপু সুলতান (৫৩) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই দম্পতির বাড়ি চট্টগ্রামের রাউজানে। বর্তমানে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় বসবাস করেন তারা।
সোমবার বেলা ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার মগপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর প্রক্রিয়া চলছে। আর দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার বেলা ২টার দিকে স্ত্রী শাহেদা বেগমকে মোটরসাইকেলে নিয়ে সীতাকুন্ড থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন টিপু সুলতান। মোটরসাইকেলটি মগপুকুর এলাকায় এলে সামনে হঠাৎ একটি লেগুনা দাঁড়িয়ে পড়ে। ডান দিকে মোড় নিয়ে লেগুনাটি অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহেদা মারা যান। আর আহত অবস্থায় টিপু সুলতানকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার