চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মায়ের নাম রাশেদা আকতার (৩৮) ও মেয়ে ময়না বেগম (১২)।
আজ মঙ্গলবার সকালে উপজেলার আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন। তবে লাশ দুটি ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ