চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার ফকির টিলার উত্তরে মন্দাকিনী খাল দিয়ে সরকারি বনের কাঠ কেটে পাচার করে নেওয়ার সময় ১৫৪ পিস সেগুন কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন পরিচালিত অভিযানে কাঠগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘ফেইসবুকে একজন সচেতন নাগরিক কাঠ পাচারের খবর দিলে আমি উপজেলার উদালিয়া, ফকির টিলার উত্তরে নাছিরের বাড়ির পেছনে দ্রুত অভিযান পরিচালনা করি। এ সময় প্রায় ১৫৪ পিস সেগুন কাঠ জব্দ করি। চোরাকারবারিরা ভ্রাম্যমাণ আদালত দেখে খালে ঝাপ দেওয়ায় কাউকে ধরা যায় নি।’
তিনি বলেন, ‘একটা চক্র দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি বনের কাঠ কেটে পাচার করে আসছে। তাদেরকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার