চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. নাছির উদ্দিন শাহ (৪৩) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে আটকের বিষয়টি জানায়। আটক মো. নাছির উদ্দিন শাহ আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চক এলাকার আব্দুল ছবুর শাহ’র ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, সাতটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আনোয়ারা থানাধীন পারকির চর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. নাছির উদ্দিন শাহ নামে ওই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার