করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামের সব ধরণের বিনোদনকেন্দ্র। তবে ১৭টি শর্তে আগামী ২২ আগস্ট থেকে বিনোনকেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলার করোনা প্রতিরোধ কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, করোনার প্রকোপ দেখা দেওয়ার পর গত ১৯ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সই করা ওই গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলার সব পিকনিক স্পট, বিনোদন পার্ক, পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়েস লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, আনোয়ারার পারকি সৈকত, কর্ণফুলী শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, স্বাধীনতা কমপ্লেক্স, সীতাকুণ্ড ও বাঁশখালীর ইকো পার্ক, মিরসরাইয়ের মহামায়া লেকসহ সব বিনোদনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘ পাঁচ মাস পর এ সব বিনোদনকেন্দ্র দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘দর্শনার্থীদের সার্বক্ষণিক বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ ১৭টি শর্তে চট্টগ্রামের সরকারি-বেসরকারি সব বিনোদনকেন্দ্র আগামী ২২ আগস্ট থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পতেঙ্গা সমুদ্রসৈকতও উন্মুক্ত থাকবে। তবে শর্তগুলো অবশ্যই মানতে হবে। অন্যথায় কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা মো. প্রশাসক কামাল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার