২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে রাঙামাটিতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। শুক্রবার সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুছা মাতব্বর উপস্থিত ছিলেন।
দোয়ার আগে দেয়া বক্তব্যে গ্রেনেড হামলায় জড়িতদের প্রতি নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অরাজকতা সৃষ্টির জন্য এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। সবাইকে সচেতন থেকে এ ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।
পরে গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা আহত হয়ে মানবতার জীবনযাপন করছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ