চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধে নেমেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৭০ কলেজ রয়েছে। বর্তমানে এসব কলেজে একাদশ শ্রেণিতে মোট ভর্তির আসন রয়েছে প্রায় ১ লাখ ৫৬ হাজার। এতে অনলাইনে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৩ হাজার ৯’শ জনের মতো।
গত বছরের তুলনায় চলতি বছর পরীক্ষায় ভাল পাস করায় একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধও বেড়ে গেছে। গতকাল রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়। এর আগে গত ৯ আগস্ট সকাল ৭টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান। গত বছর প্রথম পর্যায়ে ১ লাখ ১৮ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৭০টি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আসন রয়েছে প্রায় ১ লাখ ৫৬ হাজার। এসব আসনের বিপরীতে ভর্তি হওয়ার জন্য আবেদন জমা পড়েছে ৬ লাখ ৭৫ হাজার ২৪৫টি। এতে শুধুমাত্র অনলাইনে আবেদন করেছে প্রথম পর্যায়ে ১ লাখ ২৩ হাজার ৯২৩ জন শিক্ষার্থী।
তিনি বলেন, সর্বশেষ ১০ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশের পর ১১ ও ১২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (কন্ট্রোলার) নারায়ণ চন্দ্র নাথ বলেন, করোনাকালীন সময়ে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার্কুলার অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে বোর্ডের দায়িত্বশীলদের পাশাপাশি স্ব স্ব কলেজের দায়িত্বশীলরাও ভর্তির বিষয়ে প্রক্রিয়াগতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের গতি আরো বাড়বে বলেও জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৫ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে একাদশে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পর প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএস এর মাধ্যমে ২০০ টাকা ফি দিয়ে নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। ৫-৬ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ৭-৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। ১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর রাত কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন