চট্টগ্রামে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মো. ইউনুস নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকালে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুবরণ করা মো. ইউনুসের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের উঠান মাঝির বাড়ি এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে আনোয়ারা থেকে পিকআপ ভ্যান ভর্তি মাছ নিয়ে শহরে বিক্রি করতে আসছিলেন ইউনুস। নগরীর এক কিলোমিটার এলাকায় নতুন ব্রিজমুখী একটি ট্রাকের ধাক্কায় পিকআপটি মুচড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মাছ ব্যবসায়ী ইউনুস প্রাণ হারান। এ সময় মো. আরিফ (২১), মো. মোরশেদ (৩৫) এবং মো. অভি (২৪) নামে তিন ব্যক্তি আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন