বৃষ্টি ছাড়াই গত এক সপ্তাহ ধরে দিনে দু’বার করে জোয়ারের পানিতে ডুবছে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। এতে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ বেড়েছে। অনেকে প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে বাইরে যেতে পারছেন না।
এছাড়াও একই সাথে বাণিজ্যিক প্রাণ কেন্দ্র খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকার নিম্নাঞ্চলে জোয়ারের পানি উঠছে প্রতিনিয়ত। এতে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা নামেমাত্র দোকান ও অফিস খুলে বসেই দিন যাপন করছেন। এসব কারণে ব্যবসায়িক লেনদেনও কম হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।
হাসপাতালে জোয়ারের পানি উঠার ব্যাপারে আজম নামে রোগীর এক স্বজন বলেন, বৃষ্টি হলে তো বটেই, সাগরে জোয়ার এলেও হাঁটু পানিতে ডুবে যায় এ হাসপাতাল। ফলে তারা নানা ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে তারা যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন দুইবার জোয়ারের পানিতে তলিয়ে যায় হাসপাতালটি। দ্রুত জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ না নিলে ভোগান্তি আরও বাড়বে।
অন্যদিকে খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম বলেন, খাতুনগঞ্জের দোকান আর গুদামে পানি ঢুকে প্রতিদিন নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার ভোগ্যপণ্য। জোয়ারের পানি ও বৃষ্টি কমে গেলে ব্যবসায়ীরা কার্যক্রম সহজেই করতে পারবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ আবু জাফর