চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আবদুর রাজ্জাক ও তৌহিদুল ইসলাম। এ সময় ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা একটি ট্রাকও জব্দ করা হয়। শনিবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানিহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে একটি ট্রাক আসছে গোপন সুত্রে এ তথ্য পেয়ে সাতকানিয়া কেরানীহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ট্রাক জব্দ করে তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা জব্দগ করা হয়। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, কক্সবাজার থেকে অভিন্ন কায়দার ইয়াবার চালান আসছে গোপন সুত্রে এ তথ্য পাওয়ার পর এ মহাসড়কে পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পুলিশী তৎপরতার কারণেই প্রায় বড় বড় চালান জব্দ করা হচ্ছে। এ মহাড়কে অভিযান চালিয়ে গত এক মাসে দুই লাখের অধিক ইয়াবা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার