চট্টগ্রামের বিশিষ্ট কবি ও ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেত্রী লুলুল বাহার আর নেই। শনিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি নগরীর বাদুরতলা নিবাসী কাস্টমস কর্মকর্তা মরহুম এমদাদুল ইসলামের মেয়ে ও বিশিষ্ট আইনজীবী কবি তুতুল বাহারের বড় বোন।
রবিবার বাদ যোহর বাদুরতলা জঙ্গি শাহ মাজার সংলগ্ন মসজিদে জানাজা শেষে হযরত গরীব উল্লাহ শাহ (রা.) মাজার সংলগ্ন কবর স্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রামের সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত