চট্টগ্রাম নগরীতে জাল নোট দিয়ে কেনাকাটার সময় রাসেল শেখ নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার রাতে নগরীর বন্দর থানাধীন কলসি দিঘীপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৪ হাজার টাকার জাল নোট ও ভুয়া প্রেসকার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব সুত্রে জানা যায়, সাংবাদিক পরিচয় দিয়ে জাল নোটকে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে এ তথ্যর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি করে ৪টি এক হাজার টাকার জাল নোট এবং ২টি নকল প্রেস আইডি কার্ডসহ রাসেলকে গ্রেফতার করা হয়। আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে র্যাব সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে সে সাংবাদিক নয় বলে স্বীকার করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন