সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বছর ঘুরে আসা এই উৎসবে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে সনাতন সংগঠন।
গত শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগান ও কাঞ্চন নগর এলাকায় বস্ত্র বিতরণ করা হয়।
মাস্টার পার্থ ঘোষের সঞ্চালনায় শ্রমীক নেতা মৃদুল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন ফটিকছড়ি ইউনিটের উপদেষ্টা বাবু সুমন বণিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক চক্রবর্তী, বিশ্বজিৎ সরকার, সুমন দও, বাবু সন্তোষ দে, নিরঞ্জন নাথ মন্টু, অনুপম ভট্টাচার্য, শ্রমিক ফিডারেশন ইউনিয়ন সভাপতি বাপ্পী দে ব্রম্মন, রুপশ্রী সেন গুপ্তা, বসুন্ধরা দাশ। এছাড়াও বারমাসিয়া চা বাগান, কর্ণফুলী চা বাগান, নেপচুন চা বাগান, নাজিরহাট পৌরসভার সনাতনের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুমন বণিক বলেন, সুন্দর সমাজ ও এই বাংলাকে নতুনভাবে আলোকিত করতে গেলে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। সনাতন সংগঠনের এই প্রজন্মের যুবকরাই হচ্ছে নতুন সমাজ এবং দেশ গড়ার কারিগর। সনাতন সংগঠন মানুষের আপদ বিপদে পাশে গিয়ে দাঁড়াচ্ছে এটা একটা মহৎ কাজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন