শিল্প পুলিশ ও কমিউনিটি পুলিশিং যৌথ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিল্প পুলিশের পুলিশ সুপার (অপারেশন ও ইন্টেলিজেন্স) শোয়েব আহাম্মদ।
শনিবার সকালে চট্টগ্রামের পুলিশ লাইন্সে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩’র উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে আয়োজিত সমাবেশে তিনি আশা প্রত্যয় ব্যক্ত করেন।
এ বছর কমিউনিটি পুলিশিং ডে’তে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং মেম্বার (সিপিএম) হিসেবে পদক পান সফর আলী, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) হিসেবে পদক পান আরমান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহাম্মদ। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুশান্ত সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাস, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর