চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মো মাসুদ এবং মো মাসুম।
বুধবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৪শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা