হেফাজতে ইসলামের বর্তমান কমিটির কয়েকজনের বিরুদ্ধে আনিত আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) হেফাজতের বর্তমান কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন কমিটির নেতারা সংবাদ সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু অস্বাভাবিক দাবি করে চট্টগ্রাম আদালতে তিন ডজন হেফাজত নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবেন। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ