অন্তর্বাসে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জিয়াউর রহমান নামে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। গ্রেফতার হওয়া অপর ইয়াবা ব্যবসায়ী হলেন সৈয়দ হোসেন। শুক্রবার সকালে নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকায় এ অভিযান চালানো হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ বলেন, ‘অন্তর্বাসে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় দুই জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
আবদুর রউফ বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করে আসছে। এরআগে তারা একাধিক চালান নিয়ে চট্টগ্রামে পাইকার মাদক ব্যবসায়ীদের কাছে পৌছে দিয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার