সামাজিক দূরত্ব নিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন। অপেক্ষা করছেন স্বাস্থ্যসেবা গ্রহণের। কেউ ডায়াবেটিস পরীক্ষা, কেউ রক্তের গ্রুপ, কেউ পুষ্টি বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ কিংবা দাঁতের প্রাথমিক চিকিৎসাটুকু গ্রহণ করছেন। বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করা এসব অংশগ্রহণকারীদের দেয়া হচ্ছে স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ।
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত উন্নয়ন মেলায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগ এবং মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের এম আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত দুই দিনব্যাপী উন্নয়ন মেলার মেডিকেল ক্যাম্প তত্ত্বাবধান করছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আফিস খান।
রবিবার সন্ধ্যায় শেষ হয় স্বাস্থ্যসেবা কর্মসূচি। মেলায় সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সেবা প্রদানকারী সাখাওয়াত মুস্তাফা সাকি বলেন, মেডিকেল ক্যাম্পে নানা ধরণের স্বাস্থ্যসেবা দেয়া হয়। এর মধ্যে ছিল কোভিড-১৯ সচেতনতা কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয়, প্রাইমারি ডেন্টাল চেকআপ, পুষ্টি বিষয়ক পরামর্শ ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি। দুইদিনে ৩২ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।
সেবা প্রদানকারী আশরাফুল আলম বলেন, গত দুই দিনে স্বাস্থ্যসেবা কর্মসূচিতে তিন শতাধিক ব্যাক্তির ডায়াবেটিস পরীক্ষা, ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৭০ জনের প্রাইমারি ডেন্টাল চেকআপ ও ৮০ জনকে পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া কোভিড ও থ্যালাসেমিয়া বিষয়ে অনেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেছেন। গত দুই দিনে অনেকেই আগ্রহভরে চিকিৎসা ক্যাম্পে সেবা গ্রহণ করতে এসেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার