চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আবিদার পাড়া ফকির মাঝির বাড়ি থেকে মাদক ব্যবসায়ী নেজাম ও তার সহযোগী নাছিরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার নেজামের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। নেজাম ‘ভাইবোন গ্রুপের’ সদস্য।
সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সহযোগীসহ নেজাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। নেজাম, বোন আয়েশা ও ভাগিনা আসিক মাদক ব্যবসায়ী। আয়েশার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন