চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার নমুনা পরীক্ষার তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। একই সঙ্গে তাঁর শারীরিক অবস্থাও ভাল আছে বলে জানা যায়। গত ৭ ফেব্রুয়ারি তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।
ডা. শেখ ফজলে রাব্বি সিভিল সার্জনের পাশাপাশি ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করছেন। জেনারেল হাসপাতাল চট্টগ্রামে করোনাভাইরাস চিকিৎসায় বিশেষায়িত সেবা প্রতিষ্ঠান।
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, শেখ ফজলে রাব্বি হোম আইসোলেশনে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার