নিজ দলের নেত্রীর করা চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ আদেশ দেন।
ডা. শাহাদাতের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘চকবাজার থানায় দায়ের হওয়া চাঁদাবাজি ও অপহরণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।’
প্রসঙ্গত, বিএনপি নেত্রী লুসি খান ডা. শাহাদাতের বিরুদ্ধে এক কোটি টাকার চাঁদা দাবি ও অপহরণের অভিযোগে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। গত সোমবার ওই মামলায় গ্রেফতার করা হয় ডা. শাহাদাত হোসেনকে।
বিডি প্রতিদিন/এমআই