টাঙ্গাইল শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসারকে হত্যা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি, ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র সঙ্গীত একাডেমি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি। বুধবার বিকাল ৫টায় নগরীর মৌলানা মোহাম্মদ আলী রোডে শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যার সাথে জড়িত তার স্বামী এবং ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত প্রতিটি ঘটনার তদন্তপূর্বক বিচার করতে হবে।
স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, যুগ্মসম্পাদক মঈন উদ্দিন কোহেল, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু, সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন সিকদার, নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মী শাহীনুর সরওয়ার, রেহেনা কবির, কাজল সেন, ইসরাত নূর মৌ, সাইফুল ইসলাম, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মো. মোস্তফা কামাল, ফারুক তাহের, অপু বর্মন, প্রমা অবন্তী, শ্রেয়সী রায়, সুরঞ্জিত রায়, ফারহা সুলতানা, তপন চক্রবর্তী, আবদুল হালিম, সাদিয়া আকতার, সুদেব কুমার দাশ, ও শিল্পকলা একাডেমির সুপারভাইজার মোঃ নাছির উদ্দিনসহ কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার