চট্টগ্রাম নগরীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশী থানাধীন দুই নম্বর গেইট-বায়েজিদ সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে ওই যুবককে হত্যার পর ওই এলাকায় ফেলে গেছে অজ্ঞাতনামা দুবৃত্তরা।
সিএমপির বায়েজীদ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম বলেন, গভীর রাতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে দিয়েছে। এ ঘটনার রহস্য উম্মোচনে কাজ করছে পুলিশ। ওই এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন