চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিনের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন ছেলে মুশফিকুল হক মাহিন।
শুক্রবার দুপুরে নগরীর আকবর শাহ থানাধীন মিরপুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিন সিএমপি স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পাশ করে।
সিএমপি’র পশ্চিম জোনের উপ-কমিশনার ওয়ারিশ আহমেদ বলেন, ‘পুলিশের এসআই মহিম উদ্দিনের নামে ইস্যু করা অস্ত্র কিভাবে সন্তানের হাতে গেল তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, ‘নিহত মাহিন শুক্রবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দেয়ার কথা ছিল। ওই পরীক্ষায় অংশগ্রহণ না করায় বাবা তাকে বকা দেয়। এতে অভিমান করে পিতার নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে। গুলির আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন