নগরের এনায়েত বাজার গোয়ালপাড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার জেরে রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। রোজিনা ওই এলাকার মো. হানিফের মেয়ে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে এক যুবকের প্রেম ছিল। বিষয়টি তার পরিবারে জানাজানি হয়ে গেলে এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া ও মতবিরোধ দেখা দেয়। শনিবার সকালেও বিষয়টি নিয়ে ঝগড়া হলে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে রোজিনার ঝগড়া হয়। একপর্যায়ে পরিবারের অজান্তে টিনশেড বাসায় বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/আবু জাফর