চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার বিশ্বকলোনিতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ মো. মামুন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। মামুন সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।
গতকাল রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আল হেরা মসজিদ সংলগ্ন ফারুক মার্কেটে অভিযান চালিয়ে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার নুরুল আফসার।
তিনি বলেন, আটক মামুনের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক আসামি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তিনি আরও জানান, মামুনকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর