করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ চলাকালে ব্যতিক্রম ধর্মী বাজার চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং থানা পুলিশ। যার নাম দেয়া হয়েছে ‘সুরক্ষিত বাজার’। আজ মঙ্গলবার সকালে এ বাজারের উদ্বোধন করেন সিএমপি’র উপ-কমিশনার মো. আবদুল ওয়ারিশ।
এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং জোনের সহকারী কমিশনার শ্রীমা চাকমা, কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি একেএম হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডবলমুরিং থানার মোহাম্মদ মহসীন জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে কাঁচাবাজারকে চিহ্নিত করা হচ্ছে। তাই কাঁচাবাজারকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে পুরো বাজারে বৃত্ত অঙ্কন, ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরা বাধ্যতামূলক, তাপমাত্রা মেপে বাজারে ঢোকানোর ব্যবস্থা রাখা হয়েছে।
আশা করছি এ বাজারের সুফল পাবে সাধারণ লোকজন।
বিডি প্রতিদিন/আবু জাফর