লকডাউনে সীমিত আকারে দোকান খোলা রাখার দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে স্মারকলিপি দিয়েছেন দেশের অন্যতম বৃহত্তম পাইকারি কাপড়ের বিপনী কেন্দ্র টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এই বিপণন কেন্দ্রে ৮৮টি মার্কেটে আড়াইহাজার দোকান রয়েছে। ব্যবসায়ীসহ অন্তত ২০ হাজার মানুষের জীবন নির্বাহ হয় এই টেরীবাজারে। এখান থেকে দূর-দূরান্তের ব্যবসয়ীরা পাইকারি ও খুচরা মালামাল কিনে থাকেন। তাই আসন্ন রমজানের কথা বিবেচনায় রেখে টেরিবাজার ব্যবসায়ীদের সীমিত আকারে দোকানপাট খোলার সুযোগ দাবি করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
স্মারকরিপিতে টেরীবাজারের প্রধান সড়কের লাইটিংসহ বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার দুপুর ২টায় সৌজন্যে সাক্ষাৎ করে মেয়রকে টেরীবাজারের এসব সমস্যা কথা তুলে ধরেন ব্যবসায়ী সমিতির সভাপত্বি আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
মেয়র দ্রুত সময়ের মধ্যে বাজারের লাইটিং সমস্যার সমধান করবেন বলে আশ্বাস দেন এবং দোকানপাট খোলার বিষয় নিয়ে প্রশাসনের সাথে আলাপ করবেন বলে জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার