নগরের আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৯’শ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. জাকারিয়া প্রকাশ কায়ছার (২৫)। শনিবার বিকেলে বেপারী পাড়া থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার মো. জাকারিয়া প্রকাশ কায়ছার সাতকানিয়া উপজেলার পশ্চিম কালিয়াইশ রসুলবাদ এলাকার আব্দুল হামিদের ছেলে।
সিএমপির গোয়েন্দা (উত্তর ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৯’শ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর