সাঙ্গু নদী থেকে মোহাম্মদ ফারহান নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সাঙ্গু নদীর সাতকানিয়া অংশের নলুয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফারহান নগরীর বহদ্দারহাট ফরিদারপাড়া এলাকার মোহাম্মদ জামাল খানের ছেলে। তিনি হাজেরা-তজু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ফারহানরা চার বন্ধু মিলে নলুয়ায় বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে তারা সাঙ্গু নদীতে গোসল করতে যান। সাঁতার কাটার এক পর্যায়ে ফারহান পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস দিয়ে তল্লাশি চালালেও উদ্ধারে ব্যর্থ হয়। শুক্রবার সকালে তার লাশ ভেসে উঠে। এসময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ