চট্টগ্রাম নগরের বাকলিয়ার তুলাতলি এলাকার জসিম কলোনির ভাড়া বাসায় স্বামীর সঙ্গে অভিমান করে শিরিন আক্তার (২৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
শিরিন আক্তারের স্বামীর স্থায়ী বাড়ি বহদ্দারহাট শাপলা আবাসিক এলাকায়। তবে তারা বাকলিয়ায় ভাড়া বাসায় থাকতেন। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্বামী মো. রুবেল বলেন, ‘আমি দিনমজুর। কাজ করে ফিরে গতকাল বউয়ের সঙ্গে ঝগড়া হয়। মূলত আমি উল্টাপাল্টা চলি বলে সে ঝগড়া করে। একপর্যায়ে আমি তার পায়ে একটা লাথি মারি। পরে রাতে এক সঙ্গে খাবারও খেয়েছিলাম। ভোরে উঠে দেখি সে গলায় ফাঁস দিয়েছে।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘সকালে বাকলিয়া থেকে হাসপাতালে এক গৃহবধূকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর