চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুহুল (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। রুহুল ঢাকা জেলার অধিবাসী। তিনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিমার্ণাধীন ইনডোর অনুশীলন ক্যাম্পের শ্রমিক ছিলেন।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্টেডিয়ামের ইনডোরের ফ্লোর ঢালায়ের কাজ করার জন্য পানির পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন রুহুল। পরে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন