২ আগস্ট, ২০২১ ২১:০৪

চট্টগ্রামে ১৫৪ মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ১৫৪ মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধকল্পে লকডাউনে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে পরিচালিত অভিযানে মোট ১৫৪টি মামলায় ৭৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন, বিআরটিএ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিনভর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রমে সেনাবাহিনী, র‍্যাব, আনসার, বিজিবি ও পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও রেজওয়ানা আফরিন নগরের হালিশহর, পাহাড়তলি এলাকায় অভিযান পরিচালনা করে ২৪টি মামলায় ২৩ হাজার ৪০০ টাকা, নাঈমা ইসলাম চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৩ হাজার ২০০ টাকা, সুজন চন্দ্র রায় ও গালিব চৌধুরী আকবর শাহ, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলি এলাকায় অভিযান পরিচালনা করে ২৫টি মামলায় ১০ হাজার ৪৫০ টাকা, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ ইনামুল হাছান ও সোনিয়া হক খুলশী, চাঁন্দগাও ও পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪টি মামলায় ৫ হাজার ২০০ টাকা, জিসান বিন মাজেদ, মো. জিল্লর রহমান ও মো. রাজিব হোসেন ডবলমুরিং ও সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মামলায় ২ হাজার ৯০০ টাকা, বিবি করিমুন্নেছা খুলশী, পাঁচলাইশ, চাঁন্দগাও এলাকায় ১০টি মামলায় ২ হাজার ২০০ টাকা, শান্তনু কুমার দাস ও শাহারিয়ার মুক্তার নতুনব্রিজ ও মইজ্জারটেক এলাকায় ১৭টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা, মারুফা বেগম নেলী বাকলিয়া, চকবাজার, চান্দগাও, পাচলাইশ, হালিশহর, পাহাড়তলি, লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৫টি মামলায় ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর