৪ আগস্ট, ২০২১ ১৬:৪৪

চট্টগ্রামে আরও দুই ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আরও দুই ডেঙ্গু রোগী শনাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বুধবার থেকে শুরু করেছে মশক নিধন কর্মসূচি। এরই মধ্যে চট্টগ্রামে আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার রাতে এ দুইজন রোগী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়। তারা দুইজন নগরের হালিশহর ও চন্দনপুরা এলাকার দুই বাসিন্দা। এর আগে গত মাসে চট্টগ্রামে দুইজন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং আক্রান্ত হন পাঁচজন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রজত শংকর রায় বলেন, গত কয়েকদিন আগে নগরের চন্দনপুরা এলাকার ৬৩ বছরের এক বৃদ্ধ এবং হালিশহর এলাকার ২৮ বছর বয়সী এক নারী জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন।

পরে তাদের রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু শনাক্ত হয়। এদের মধ্যে ওই নারী সুস্থ থাকলেও কিন্তু বৃদ্ধের রক্তের প্লেটিলেট কমে যাচ্ছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর