একটি গাছ সাজানো হয়েছে অসংখ্য মাস্ক দিয়ে। অভিনব এ গাছ নিয়ে পথচারীদের আগ্রহের কমতি নেই। অনুসন্ধানী চোখ নিয়ে পথচারীদের কেউ কেউ পরখ করে দেখছেন গাছটিকে। কেউ আবার গাছ থেকে পেড়ে নিচ্ছেন মাস্ক।
সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিএমপি'র ডবলমুরিং থানা পুলিশ। অভিনব এ উদ্যোগকে পুলিশ নাম নিয়েছে 'মাস্ক ট্রি'। শনিবার (৭ আগস্ট) সকালে বিট পুলিশিং ডে উপলক্ষে এ উদ্যোগের উদ্বোধন করেন সিএমপি উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ।
মো. আব্দুল ওয়ারীশ বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রতীকি মাস্ক গাছের কাঠামোতে মাস্ক রেখেছি। যাতে মানুষ বিনামূল্যের মাস্ক পরতে পারে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ডবলমুরিং থানার ৬টি বিটের মোট ১০টি স্পটে এসব গাছ রয়েছে। প্রতিটি গাছে এক হাজার করে মোট ১০ হাজার মাস্ক থাকবে। মাস্ক ট্রিতে কাপড় ও সার্জিক্যাল দুই ধরনের মাস্কই থাকবে। পর্যায়ক্রমে এক লাখ মাস্ক বিতরণ করা হবে।
তিনি আরও জানান, নগরীর আগ্রাবাদ বাদামতলি মোড়, বেপারীপাড়া, মহুরিপাড়া, পাঠানটুলী, মুনসুরাবাদ, দেওয়ানহাট, মিস্ত্রিপাড়া, হাজীপাড়া, পাঠানটুলী, দক্ষিণ আগ্রাবাদ এলাকায় মাস্ক ট্রি বসানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত