চট্টগ্রামে রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ আগস্ট) সকালে জেলার সীতাকুন্ডু উপজেলার বাড়বকুন্ডু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জিআরপি থানার ওসি সারোয়ার আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার পরনে ছিল জিন্স ও শার্ট। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত