চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে হাতির দাঁতসহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন- সুইচিং মার্মা, হাফিজুর খান এবং খোরশেদ আলম।
শুক্রবার (৬ আগস্ট) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হাতির দাঁতসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত